ছিনতাই হওয়া কবিতা

দ্বিধাগ্রস্ত রাস্তার মাঝে এসে বুড়ো হয়ে গেছি বহগামী যানবাহন বাড়িয়ে দিচ্ছে দ্বিধা ভুলে যাচ্ছি যাত্রাপথ, আপন ঠিকানা। দুপাশে রাশি রাশি মানুষ কানের কাছেও মাছি ভন ভন কাউকেই যায় না চেনা কুকুর না হায়েনা। সকলেরই দৃষ্টিকটু বানান মুখস্ত করা মানুষও যুক্ত হচ্ছে নতুন ওই দলে। ছিনতাই হওয়া কবিতা ছিনতাইকারীর হাতটাও মানুষের ছিল। মুখে মাখা দাঁড়িও ছিল। […]

ছিনতাই হওয়া কবিতা Read More »