প্রেম ও দানবের উৎপাত

শরাব সাকি চোখজোড়া আর কতই দেখে তারচে’ বেশি মনের ঘটন। ঘটন ঘটে আলোছায়ায় অদৃশ্যে রয় পিয়াসি মন। মাতাল আমি শরাব বিনে মুগ্ধ সাকির আঁখির প্রতি চোখের তীরে হৃদ-মাঝারে নিত্য গড়ি প্রেমের আসন। প্রেম ও দানবের উৎপাত ভালোবাসবার এলো না অবসর বুকের ধুকধুকানি বুকেই থেমে গেল সময়ের ব্যবধানে এ হাতে গোলাপ ছিল পকেটের ভাঁজে ছিল প্রেমের […]

প্রেম ও দানবের উৎপাত Read More »