শূন্যের করতালিতে যাই
ক ফুটো পাথরের নিচে জমে থাকা জল শুঁকে দেখি। শিকড়ের ভাষা ছুঁয়ে ঘুরে দাঁড়ায় জোনাকির আলপথ। বৃষ্টির গায়ে ক্ষুধার দাঁত বসায় কেউ, তাদের জানাই গোধূলিতে বেঁধে রাখা ঘুড়ির খবর। তোমার কানে পৌঁছে দিতে চাই লৌহযুগের গান— মেঘভাঙা ছায়ার মূর্ছনায়। যাও ধুলোর সমীকরণ লিখে রাখো। তবু ভাঙো না এই রাস্তার শিরস্ত্রাণ। তোমার চোখে জমা রাখো নদীর […]
শূন্যের করতালিতে যাই Read More »