তস্কর
—এই, তোর নাম কি? —জামাল। —বেয়াদবের মতো কথা কস ক্যান হারামীর পুত! থাপ্পড় দিয়া বেয়াদবী ভুলাইয়া দিমু … জামাল স্পষ্ট স্বরে বলল, নাম জানতে চাইছেন নাম বলছি। বেয়াদবী করি নাই। গালি দেন কেন? কামরুল চেয়ার ছেড়ে উঠে এসে জামালের গালে একটা থাপ্পড় দিল। ছোটখাটো মানুষ হলেও কামরুলের শরীরে শক্তি আছে। রোজ সন্ধ্যায় সে এক ঘন্টা […]