মাতালগুচ্ছ

০১ বিষণ্ণ ধারায় পৃথিবী কাঁদছে! দ্যাখো, আমার প্রেমিকাদের মৃত আত্মারা উড়ছে বাতাসে— তাদের চোখে উজ্জ্বল শোক, কাজল পুড়ে যাচ্ছে আহা বিরহে! আত্মারা পুড়ে, মরে যাচ্ছে আমার চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে নিঃশ্বাস। শরীরের সমস্ত লোম ভয়ে কাঁপছে, আমার কণ্ঠের ভিতরে আঠালো আতঙ্ক কফের মতো জমে জমে যাচ্ছে। দ্যাখো বুকের ভিতরে বিষাক্ত সাপ ফোঁস ফোঁস করছে কামরাচ্ছে […]

মাতালগুচ্ছ Read More »