মানুষ বিজ্ঞান নিয়ে লড়াই করে
বড়াই করে- আমারই মতো
ভাবে বিজ্ঞানহীন মানুষ নিমজ্জিত মূর্খতার পাপে
তাদের পাপমুক্ত করা আমারই দায়িত্ব
ঈশ্বর বিশ্বাসী যেমন ভাবে অকৃতজ্ঞ নাস্তিক
অনন্তকাল থাকবে প্রজ্জ্বলিত আগুনে
আমিও দেখি অবাধ্য নক্ষত্রগুলো
প্রতিদিন নিক্ষিপ্ত হচ্ছে গহীন ব্ল্যেেহোলে
পৃথিবী ঘুরছে, চাঁদ ঘুরছে যে যার পথে
পানি থেকে হাইড্রোজেন আলাদা হয়ে ছুটছে অন্তরীক্ষে
শূন্যতায় ভাসমান নক্ষত্রের মতো
শুক্রাণুগুলো খুঁজে নিচ্ছে জরায়ুর মুখ
আপেল নিচে পড়ছে মহাকর্ষের টানে
অথচ বিজ্ঞান এই সব বস্তুর গুণাগুন জেনে
শিশুদের মতো হেসে উঠছে-
তর্কে লিপ্ত হচ্ছে বন্ধুদের সাথে
হারিয়ে ফেলছে বিষ্মিত হওয়ার ক্ষমতা
কুসুম ফুটবে বলেই তো মৌমাছিরা
পাহাড়ের কন্দর থেকে বেরিয়ে এসেছে গুঞ্জরণে
প্রতিটি ডানার ঝাপটায়
আমি কেবল কুরঙ্গের ভোজ হয়ে
চিতার পেশিতে করছি গতির সঞ্চারণ।