আমি প্রকৃতই একজন গৌণ কবি
তুচ্ছ কবি
আমিও জানি
বন্ধুরাও জানে
শত্রুরা তো আগেই পেয়েছে টের
অহেতুক বড় হওয়ার জন্য করেছি লড়াই
এ একান্ত অস্তিত্বের সংকট
তর্কের খাতিরেও যদি ধরে নিই-
আমি একজন বড় কবি
তবু তো কথা থেকে যায়
কার চেয়ে বড়, কার চেয়ে ছোট
যারা কবিতা লিখে মরে গেছে
তারা আগেই হয়ে গেছে মহাকালের অংশ
তাদের কবিতার মমার্থগুলো
অক্ষর ও শব্দগুলো
দেবতারা ভাগাভাগি করে আজ করে পাঠ
আর যে সব মহান কবি এখনো জন্মাননি
তারা ঈশ্বরের পায়ের কাছে বসে
ফেরেশতাদের কাছে শোনে
মানব জন্মের কাহিনি
কারো মাতৃগর্ভে প্রবেশের সময় হলে
বলে, চলো এক দান খেলা হয়ে যাক
অনেকটা প্যারাসুট থেকে নামতে গেলে
শিশুরা যেভাবে গুটিয়ে থাকে মর্মে
আর এই সব দেখে অনাগত কবিরা
ফিক করে ওঠে হেসে
পৃথিবীর কবিদের মূর্খতার গল্প শুনতে শুনতে
আমারই মতো তারাও মূর্খ হয়ে ওঠে
যদিও সকলেই জানে
কবিতা খুবই সাময়িক
তবু জীবন নয় কালোত্তীর্ণ অধিক!