বারিপাত (কবিতা)

মজিদ মাহমুদ

আজ পয়লা আষাঢ়

আজ মেঘবাবু এসেছে দুয়ারে

আজ মেঘের মধ্য দিয়ে তোমার উড়ে চলা

আজ মেঘেদের সংসারে তোমার আমন্ত্রণ

তুমি এখন বিমানের উইন্ড সাইডে

মেঘেরা আজ তোমার বধূবরণের সঙ্গী

সাজিয়েছে নানা বর্ণিল বরণমালা 

মেঘেদের আজ নানা সাজ

কেউ নৃত্যের মুদ্রায় ধনুক তুলেছে 

কেউ মেষের পাল নিয়ে যাচ্ছে 

ভোজশালার দিকে

শাদা মেঘেদের ভা- ভরেছে দুধে

ঈশ্বরের দুষ্প্রাপ্য চমেরি গাভি

মেঘের পর্বত জুড়ে অযুত শুভ্র তাবু

এক সুরম্য রামধনুর নিচে তোমার বাসর

আজ তোমার মন বিষণ্ন উদাসীন

আজ যক্ষের দিন

আজ নির্বাষ্প বারিপাত মালবিকার

জানি না কি খবর এনেছে মেঘবাবু তার 

কত পর্বতমালা হয়েছে পার

পথে পড়েছে কত সরোবর

তবু যক্ষের রোষে বন্দি তার প্রিয়তর

শোন হে পরদেশি মেঘ

বঁধুরে পৌঁছে দিও আমার আবেগ

কাল যখন সে জাগবে একাকি রাত

মেঘের দেবতার সাথে 

ঝরবে কারো নয়নের ধারাপাত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *